শ্যামনগর সাতক্ষীরা : শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের চেষ্টায় এক যুবক আটক। গতকাল বুধবার বেলা ১টার দিকে নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সরেজমিন গিয়ে জানাযায়, অত্র বিদ্যালয়ের ৯ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী, নূরনগর রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের কন্যা হাসনাহেনা (১৫) এর সাথে সাতক্ষীরা আলিপুর ঢালীপাড়া এলাকার মোঃ আনারুল ইসলামের পুত্র আশিক হোসেন (২০) কয়েকদিন আগে থেকে টিকটক ও মেসেঞ্জারের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নানাভাবে ফুসলিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে বলে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়। একপর্যায়ে গতকাল বিদ্যালয় চলাকালীন সময়ে ৯ম শ্রেণীর ঐ শিক্ষার্থীকে নিয়ে পালানোর সময় বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আটক হয় তারা। তাৎক্ষণিক বিদ্যালয় কর্তৃপক্ষ শ্যামনগর থানাকে বিষয়টি অবহিত করেন এবং ৯ম শ্রেণীর ঐ শিক্ষার্থীর অভিভাবকে জানান। সাথে সাথে শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে আসেন। এসময় মোঃ আশিকের কাছে বিস্তারিত জানতে চাইলে সে জানায় এর আগেও তার দুইটি বিয়ে আছে, অল্প কয়েকদিন আগে থেকে টিকটক ও মেসেঞ্জারের মাধ্যমে উক্ত শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। সে আরও জানায় গতকাল বিদ্যালয় থেকে ঐ শিক্ষার্থী কে নিয়ে বিয়ে করার কথা ছিল তার। শ্যামনগর থানা পুলিশে সদস্যরা বিদ্যালয়ে পৌঁছানোর পর বিদ্যালয় কর্তৃপক্ষ ঐ শিক্ষার্থীকে তার অভিভাবকের নিকট এবং আটককৃত যুবক আশিককে পুলিশের হাতে হস্তান্তর করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীর পরিবারের পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ঘটনাটি বিদ্যালয় সহ অত্র এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।