1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
নড়াইলে অবৈধ কয়লা ভাটায় পুড়ছে হাজার হাজার টন কাঠ: জনস্বাস্থ্য হুমকির মুখে লোহাগড়ায় অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট বটিয়াঘাটার ভরাট হওয়া শৈলমারী নদী দখলের মহা উৎসব কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান ফের সংঘাতের আশঙ্কা কুয়েট শিক্ষক সমিতির ঘোষণা: চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মেনে নেবে না বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে: তাজুল ইসলাম ড. ইউনূসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সঠিক ছিল না : দুদক আইনজীবী ঝিনাইদহে ট্রাক চাপায় নৈশ প্রহরী নিহত সিলেট টেস্টে দায়িত্বরত বিসিবি কর্মকর্তার হার্ট অ্যাটাকে মৃত্যু

২৫৫ রানে থামল বাংলাদেশ, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : নাজমুল হোসেন শান্ত এবং জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রান করা দলটি ১৭৩ রানের লিড পেয়েছে। ম্যাচ জেতার জন্য দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে করতে হবে ১৭৪ রান। সময় পাঁচ সেশন বা দেড় দিনের কিছুটা বেশি।
চার উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের রাতের বৃষ্টির কারণে সোয়া এক ঘণ্টা পরে শুরু হওয়া খেলায় দিনের দ্বিতীয় বলেই জিম্বাবুয়েকে উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। তার অফ স্টাম্প তাক করা শর্ট ডেলিভারিতে পুল শট খেলতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দেন শান্ত।
বাংলাদেশের অধিনায়ক আগের দিনের করা ৬০ রান নিয়েই মাঠ ছাড়েন। ১০৪ বলে সাতটি চারে সাজানো ছিল তার ইনিংস। ১৯৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। শান্ত ফেরার পর ৫৯.২ ওভারে দলীয় দুইশ রান স্পর্শ করে বাংলাদেশ। এর একটু পর ফিরে যান মেহেদী হাসান মিরাজ। তার উইকেটটিও নেন মুজারাবানি। তার গুড লেংথের লাফিয়ে ওঠা ডেলিভারি সামাল দিতে পারেননি মিরাজ। গালি অঞ্চলে দাঁড়ানো ব্রায়ান বেনেট ক্যাচটি লুফে নেন। ফেরার আগে ১৬ বলে ১১ রান করেন মিরাজ।
অপরদিকে এটি মুজারাবানির পঞ্চম উইকেট। ১১ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো পঞ্চম উইকেট পেলেন এই পেসার। পরবর্তী সাত বলে দলের রানের খাতায় আর এক রান যোগ করে ফিরে যান তাইজুল ইসলামও। তাকে ফেরান রিচার্ড এনগারাভা। এই পেসারের শর্ট লেংথের ডেলিভারি ব্যাকফুটে গিয়ে কাট করতে গিয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোকে ক্যাচ দিয়ে ফিরে যান তাইজুল।
মিরাজ-তাইজুল দ্রুত ফেরার পর জাকের আলী অনিকের সঙ্গে দলের হাল ধরেন হাসান মাহমুদ। এই দুজনের ব্যাটে বাংলাদেশের লিড দেড়শ পার করে। একটু পর হাফ সেঞ্চুরি তুলে নেন জাকের আলী অনিক। ১০৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। চার টেস্টের ক্যারিয়ারে এটি তার চতুর্থ হাফ সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম।
এরপরের ওভারেই ফিরে যান হাসান। ওয়েলিংটন মাসাকাদজার অফ স্টাম্প তাক করা বলে সজোরে হাঁকাতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়ে ফিরে যান হাসান। উইকেটে এসে পরের বলেই ফিরে যান খালেদ আহমেদ। মাসাকাদজার ফুল লেংথ ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ দেন গোল্ডেন ডাক মারা খালেদ।
৭৮.১ ওভারে ২৫০ রান পার করে বাংলাদেশ। শেষ উইকেট হিসেবে বিদায় নেয়া জাকের করেন ১১১ বলে ৫৮ রান। মুজারাবানিকে কাউ কর্নারে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৯১/১০ (৬১ ওভার) (মুমিনুল ৫৬, শান্ত ৪০; মাসাকাদজা ৩/২১, মুজারাবানি ৩/৫০)
জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)- ২৭৩/১০ (৮০.২ ওভার) (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ২৫৫/১০ (৭৯.২ ওভার) (মুমিনুল ৪৭, শান্ত ৬০, জাকের ৫৮; মুজারাবানি ৬/৭২)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট