শ্যামনগর সাতক্ষীরা : কালিগঞ্জের পরিবেশ সুরক্ষা ও উপজেলা সদরের সৌন্দর্য বর্ধনে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ডাস্টবিন স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ এপ্রিল) মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুশীলন-এর পরিচালক মোস্তফা আখতারুজ্জামান। এ সময় অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, ইডা সংস্কারের নির্বাহী পরিচালক আখতার হোসেন, সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান, আলোর দিশার ফাউন্ডেশনের পরিচালক আব্দুল লতিফ, রুপান্তরের জেলা কো-অর্ডিনেটর গোলাম কিবরিয়া, মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের গিয়াস উদ্দিন ও জনকল্যাণ সংস্থার আমিনুল ইসলাম প্রমুখ। মত বিনিময় সভায় জানানো হয়, উপজেলা সদরের সৌন্দর্য বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু করে যমুনা ও কাকশিয়ালী নদীর ধার, থানার সামনের রাস্তা, প্রেসক্লাব ও পার্কের পাশ দিয়ে ডাকবাংলা পর্যন্ত একটি পরিকল্পিত সৌন্দর্য বর্ধন প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্পে বিকল্প হাঁটার রাস্তা নির্মাণ, বৃক্ষরোপণ, ফুলের গাছ লাগানো, নদীর ধারে বসার স্থান ও ছাতা স্থাপন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, উপজেলা সদর, নাজিমগঞ্জ ও ফুলতলা মোড় বাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রাথমিকভাবে নির্ধারিত কিছু স্থানে স্থায়ী ডাস্টবিন স্থাপন করা হবে। স্থানগুলো হলো: উপজেলা প্রাঙ্গণ, থানার সামনে, প্রেসক্লাব, পার্কের পাশ, ফুলতলা মোড়, কাঁচা বাজার এবং বাস টার্মিনাল সংলগ্ন চৌরাস্তা মোড়। মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে আমাদের এখনই ভাবতে হবে। বৃষ্টির জন্য গাছ কেটে নয়, গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচাতে হবে। এই পৃথিবী আমাদের, তাই সুস্থ ও নির্মল রাখতে একসঙ্গে কাজ করতে হবে। এই উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গুলো সহযোগিতা করবে এবং সার্বিক ব্যবস্থাপনায় থাকবে উপজেলা প্রশাসন। সভায় অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং সুষ্ঠু পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।