1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চলছে ঘুষবাণিজ্য

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনাগর উপজেলায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চলছে সীমাহীন দুর্নীতি ও ঘুষ ‌বানিজ্য,, প্রাপ্ত তথ্যে জানা যায় বর্তমান ২০২৪ সালের মার্চ এবং এপ্রিল মাসে চলছে সরকারের দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচি এর আওতায় সরকার ৫০ লক্ষ দরিদ্র মানুষকে পনেরো টাকা কেজিতে মাসে ৩০ কেজি করে চাইল ‌দিচ্ছে ,এই খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় শ্যামনগরে রয়েছেন ৬২ জন ডিলার প্রত্যেক ডিলারের কাছ থেকে ডিও দেয়ার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের নিয়োজিত পিয়ন তাকে অফিস সহকারী বানিয়ে তার মাধ্যমে ২০০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিচ্ছে,, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের এই ঘুষের ‌টাকা না দিলে প্রত্যেক ডিলারদের ডিও দিতে বিলম্ব করে তাছাড়া বিভিন্ন অজুহাত খাড়া করে, ডিলারকে ডিলারশিপ বাতিল করার ভয় দেখায়। বাধ্য হয়ে ডিলাররা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ‍জাহিদুর রহমানের পিয়ন অফিস সহকারী নূর নবীর মাধ্যমে এই টাকা দিতে বাধ্য হয়,, এই প্রতিবেদকও শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর মোকামের একজন খাদ্য বান্ধব ডিলার তার কাছ থেকেও প্রতিমাসে এভাবেই ঘুষের টাকা আদায় করছে, উপজেলায় ৬২ জন ডিলার তদন্ত হলে সব ডিলিয়ার রা সত্য কথাই বলে দিবেন কিভাবে ডিলারদের শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ‌জাহিদুর রহমান ঘুষ ‌বাণিজ্য করে ভয় দেখিয়ে নির্যাতন করছে তার বর্ণনা, শ্যামনগর ‌উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পিয়ন বর্তমান অফিস সহকারী মোঃ নুরনবী শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদামে বছর ‌ তিনিক আগে দারোয়ানের চাকরি করতেন সেখান থেকে সে এবং তার পুত্র ইয়াবার ব্যবসা করতেন ধরা পড়লেন জনতার কাছে কোন কায়দায় মোসলেকা দিয়ে ছেলে ও বাপ ছাড়া পায়,, বিষয়টি নিয়ে ওই খাদ্য গুদামের আরেকজন দারোয়ান মোঃ সুরত আলী প্রথমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করে তাতে কোন কাজ হয়নি তারপরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করে তাতেও কাজ হয়নি পরে তিনি বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করলে বর্তমান শ্যামনগর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পিয়ন বর্তমান অফিস সহকারী মোঃ নূরনবীকে ওখান থেকে বিভাগীয় বদলি করে দেয়,, পরে এবছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মোঃ নুরুন্নবী বদলি হয়ে ‍ আবার শ্যামনগর আসে। জানা যায় শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ‌জাহিদুর রহমান নূর নবীকে বদলি করে নিজের কাছের লোক হিসাবে শ্যামনগরে নিয়ে এসেছে,, মোহাম্মদ নুর নবী একজন পিয়ন হয়ে সরকারি মোটরসাইকেল ব্যবহার করছেন এবং অধিক রাত পর্যন্ত মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে শ্যামনগর উপজেলার একাধিক সূত্র জানিয়েছে,, শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের খাদ্য বান্ধব ডিলার ‌কাছ থেকে ঘুষ বাণিজ্যের বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন অথচ এই প্রতিবেদক একজন ডিলার ও প্রত্যক্ষদর্শী,, এ ব্যাপারে অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন কে অবহিত ‌করলে তিনি বলেন এমন তো হওয়ার কথা না তারপরও আপনি যখন অভিযোগ করলেন আমি বিষয়টি গোপনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নিব,, এ ব্যাপারে কথা হয় সাতক্ষীরা ‍জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদের সাথে তিনি এই প্রতিপাদক কে বলেন কি বলছেন আমি তো শুনে অবাক হয়ে গেছি শ্যামনগর ‌উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান যদি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,, মুঠোফোনে কথা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তিনি অভিযোগ ধৈর্য সহকারে শোনেন পরে এই প্রতিবেদক কে বলেন সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে যদি ঘুষ ‌বানিজ্যঅনিয়ম হয়ে থাকে তাহলে সে রাষ্ট্রের যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, তিনি আরো বলেন আপনি যে বিষয়টি বললেন আমরা এক্ষুনি খাদ্য মন্ত্রণালয় থেকেএকটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে ঘটনাস্থলে পাঠাবো প্রত্যেকটি ডিলারের মতামত নিবে তাছাড়া উপকার ‍ভোগীদের ও মতামত নিবে ৩০ কেজির কম চাইল দিচ্ছে ‌কিনা কোন ডিলার সেটাও জানা হবে সবকিছু বিচার হবে একটু অপেক্ষা করুন,,, তিনি আরো বলেন সরকার সব মন্ত্রণালয় সংস্কার করছে আমরা এখন খাদ্য মন্ত্রণালয়ের সংস্কার করবো বড় বড় রাঘব বোয়াল। ‍যারা আছে তাদের দুর্নীতি সবকিছু তদরকি ‍করব খাদ্য অধিদপ্তরের বড় বড় কর্মকর্তাদের ব্যাংক একাউন্ট স্ত্রী সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট সামা ‍সম্পত্তির সবকিছুর খবর নেব ‍,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট