1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন বেলা ১ টার তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সুমন মিয়া তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এসময় আসামিপক্ষে তার মনোনীত কোন আইনজীবী ছিলেন না। তবে শুনানিতে তিনি বলেন, আমি গত চার বছর কোনো মিডিয়ায় কথা বলেনি বা কিছু লিখিনি। এ মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছে। আপনি (বিচারক) পারলে ২০ দিনের রিমান্ড দেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার ঘটনায় তুরিন আফরোজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ এতদিন আত্মগোপনে ছিলেন। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট