ডেস্ক রিপোর্ট : খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন নিরালা সংলগ্ন কাশেমনগরের একটি বাড়ি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. রাসেল (৩৫)। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত তিনটায় নিহতের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত খুলনা থানাধীন ৫ নম্বর কাসেম নগর সড়কের ১৮৪/৫ নম্বর হোল্ডিং এর নাসিরের বাড়ির ভাড়াটিয়া। ওই বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় একাধিক সূত্র জানায়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে তাকে হত্যা করা হতে পারে। খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে।’