ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়ার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে কালবৈশাখী ঝড় উপেক্ষা করে জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার স্থানীয় জনগন। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার সন্ন্যাসী বাজারে খাউলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে হাজার হাজার নারী- পুরুষের অংশ গ্রহনে ঘন্টাব্যাপি এ জনতার মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা মাস্টার মোসহাব কাক্কা বাদশা মিয়া, মো. আসাদুজ্জামান, মো. হালিম- আল আজাদ, মো. জাকারিয়া মাহমুদ, মো. নজরুল ইসলাম রঙ্গু,মো. এনামুল হক,যুবদল নতা বিটুল বিশ্বাস, উপজেলা ছাত্রদল নেতা মো. আবু-সালেহ খান প্রমুখ।
সমাবেশে বক্তার বলেন, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়ার যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও আকাশচুম্বি জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে একটি বিশেষ কুচক্রিমহল স্থনীয় বিএনপিকে কুক্ষিগত করতে পরিকল্পিতভাবে সেলিম মিয়ার বিরুদ্ধে মিথ্য, বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তরা আরো বলেন, সেলিম মিয়া বানের জলে ভেসে আসেনি, দলের প্রতিষ্ঠালগ্নে শহীদ জিয়ার নিজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্র পেয়ে তিনি বিএনপিতে যোগ দেন। সেই থেকে তিনি ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করে স্থানীয় বিএনপিকে একটি শক্তিশালী ঘাটিতে পরিনত করেন। বিগত ফ্যাসিস্ট আমলে তিনি নিজে অত্যাচার নির্যাতনের শিকার হয়েও কখনো প্রকাশ্যে কখনো গোপনে দলের নির্যাতিত মজলুম নেতা- কর্মী ও সাধারণ জনতার পাশে থেকেছেন এবং বহু কল্যাণমূলক কাজ করেছেন ।