মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ “দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উলপক্ষ্যে সোমবার সকালে মঠবাড়িয়া চৌকি আদালতের লিগ্যাল এইড এর উদ্যোগে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে মঠবাড়িয়া আইনজীবী চৌকিবার সমিতি মিলনায়তনে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান মোহাম্মদ আতিকুজ্জামান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল আলম, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী রফিকুল ইসলাম বাবুল, আঃ ছালাম, আতাউর রহমান, শামীম আহমেদ, নাসিম মাহমুদ, আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হেসেন ও বিচার প্রার্থী আঃ হালিম। এসময় চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।