নড়াইল প্রতিনিধি: নড়াইলের মাইজপাড়া ডিগ্রি কলেজ’র জিবি’র নব নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল ও সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজপাড়া ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আব্দুল হাই ডিগ্রি কলেজ’র জিবি’র সভাপতি এ্যাডভোকেট মুন্সী শাহিন উল্লাহ মোহন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি ও মাইজপাড়া ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, মাইজপাড়া ডিগ্রি কলেজ’র একাডেমিক কাউন্সিল এর আহবায়ক ও সহকারি অধ্যাপক মো: ইসহাক মিয়া, বিদ্যুৎসাহী সদস্য জাহাঙ্গীর সিকদার মিঠু, কলেজ শিক্ষক তরিকুল ইসলাম মন্নু, সমাজ সেবক জিন্নাহ মিয়া, কলেজ শিক্ষক দীপক কুমার বিশ্বাস প্রমুখ।