তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘটায় ঘেরে খাদ্যের সাথে বিষ মিশিয়ে লক্ষ টাকা মাছ মেরে দিয়েছে দুর্বত্তরা। ঘটনাটি নগরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাবতলা গ্রামে।
জানা যায়, গাবতলা গ্রামের জিরাব্দী সরদারের পুত্র মো. আমিরুল ইসলামের মৎস্য ঘেরে রবিবার রাতের কোনো এক সময় কে বা কারা খাদ্যের সাথে গ্যাস ট্যাবলেট দিয়ে লক্ষ টাকা মাছ মেরে দিয়েছে। এতে করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই মৎস্যচাষী। সঠিক তদন্তের মাধ্যমে যাতে সুষ্ঠু বিচার পায় সেজন্য প্রশাসনসহ কর্তৃপক্ষের নিকট জোর দাবি করেছেন তিনি।