ডেস্ক রিপোর্ট : এইডসের মতো মারণব্যাধির চিকিৎসায় নতুন ওষুধ তৈরির দাবি করেছেন বিজ্ঞানীরা। ওষুধ দুটির নাম রিলপিভিরিন ও ক্যাবোটেগ্রাভির। দুটিই অ্যান্টি-ভাইরাল ওষুধ। ইনজেকনের মাধ্যমে এই ওষুধ দেওয়া হবে রোগীদের। ইতিমধ্যে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) ওষুধ দুটির জন্য অনুমোদন দিয়েছে।
গবেষকেরা জানিয়েছে, ওষুধ দুটির ‘কম্বিনেশন’ তৈরি করা হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ডোজে মিশিয়ে তা ইনজেকশনের মাধ্যমে রোগীকে দেওয়া হবে। প্রথম ডোজের একমাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর পর প্রতি দুই মাস পর পর সেই ইনজেকশন এইডস রোগীদের দেওয়া শুরু হবে।
হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এক বার মানব শরীরে প্রবেশ করলে তা আক্রমণ করে দেহের ইমিউনিটি ব্যবস্থাকে। দেখা দেয় ‘অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম’, যাকে এক কথায় বলে এইডস। এখন পর্যন্ত এই রোগ সম্পূর্ণভাবে নিরাময় করার মতো কোনো ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। তাই নতুন ওষুধ কার্যকরী হলে চিকিৎসাক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হতে পারে বলেই মত গবেষকদের। গবেষকদের দাবি, নতুন এই ওষুধের যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তাহলে দুই মাস পর পর ইনজেকশন দিলে রোগীদের প্রতি দিন ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না। তা ছাড়া সংক্রমণের ভয়ও কম থাকবে।