ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার এক ধর্ষণ মামলার প্রধান আসামিকে (২৩) ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম তাওহীদুল ইসলাম (২৩)। তিনি বাগেরহাট জেলার মডেলগঞ্জ উপজেলার পিসি ১২ই খালি এলাকার সামসুর রহমান হাওলাদারের ছেলে। তাওহীদুল ইসলাম ওই এলাকার এক মাদরাসা ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন। ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. সাদেকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষণ মামলার প্রধান আসামি তাওহিদুল ইসলামকে ধরতে লেমুয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে গ্রেফতার করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।