তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তালা ডাকবাংলোর সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক নেতা অধ্যাপক মোশারাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক নেতা জগদিশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় ডেএসডি নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইমাম পরিষদ নেতা মাওঃ তাওহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুল কাদের, তালা বাজার বণিক সমিতির যুগ্ম আহবায়ক সম ইয়াছিন উল্লাহ, ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, বিভিন্ন কলেজের শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সহস্রাধিক লোক এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
অন্যদিকে রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবন বন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস প্রমুখ।
উল্লেখ্য, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল গত ২২ এপ্রিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন। এর প্রেক্ষিতে ফুঁসে উঠে তালাসহ সারাদেশের সাংবাদিক সমাজ। দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।