ডেস্ক রিপোর্ট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ৪ শিক্ষার্থীকে ‘ভিসি মাসুদকে কেন নামিয়েছিস’ বলেই বেদম মারপিট করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে নগরীর ফুলবাড়িগেট শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। বেদম মারপিটে তাদের শরীরে বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আহতরা হলেন— কুয়েটের ১৯ ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ। এ ঘটনার প্রতিবাদে রাত ১০টায় কুয়েট ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়িগেট এলাকার এক দোকানে তারা চারজন একসঙ্গে বসে ফুসকা খাচ্ছিলেন। হঠাৎ ১২-১৫ জন হামলাকারী ‘ভিসি মাসুদকে কেন নামিয়েছিস’ বলে তাদেরকে মারধর করে। এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত কুমার ঘোষ বলেন, হামলার বিষয়টি শুনেছি। এর বাইরে কিছু জানি না।