কালিগঞ্জ : ঝিনাইদহ কালীগঞ্জ সুগার মিলের নিকটে মল্লিক নগর নামক স্থানে ট্রাকে হোল্ডিং করার সময় তেলের টাংকিতে আগুন লেগে ওয়েল্ডিং হেলপার মিস্ত্রি শিশু তানজিম (১২) অগ্নিদগ্ধ হয়। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মৃত্যুর কোলে ঢুলে পড়ে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । উল্লেখ্য উপজেলার ভাতঘড়া গ্রামের ভ্যানচাল শাকিল এর একমাত্র মা হারা সন্তান তানজিম(১২) কে অভাবের তাড়নায় ওয়েল্ডিং কাজ শেখানোর জন্য সুগার মিলের পাশে মল্লিকনগর নামক স্থানের ওয়েল্ডিং গ্যারেজে দিয়েছিলে। কিন্তু অভিজ্ঞতার অভাবে ছোট্ট শিশুটি অগ্নিদগ্ধ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ হাসপাতাল পরে যশোর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজের বান্ড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৬ এপ্রিল রাতে এ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মাহারা শিশুটি মৃত্যুর সংবাদের এলাকায় শোকের ছায়া নেমে আসে।