শ্যামনগর সাতক্ষীরা: আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির ২০২৪-২৫ অর্থবছরে ঢাকা প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত ইউনিট টিম লিডারদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশাশুনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির আয়োজনে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিপিপির সিনিয়র সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ।
এ সময় উপজেলা সিপিপির কার্যালয়ে ১টি বাইসাইকেলসহ ১১টি ইউনিয়নের ১০১টি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির ওয়ার্ড ইউনিট টিম লিডারদের একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।