শ্যামনগর সাতক্ষীরা: শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়নে অবৈধ দখলকৃত ধানখালি খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে গ্রামবাসী ও কৃষকদের সহযোগিতায় দেড় কিলোমিটার খালটি দখলমুক্ত করা হয়।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্বধানখালী গ্রামের আড়াই হাজার বিঘা কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য নতুন করে গত ২০২৪সালে খালটি খনন কর হয়। খালটি খননের পর থেকে এই এলাকার কৃষকরা খালের পানি ব্যবহার করে তিনটি ফসল উৎপাদন করে আসছিল ধানখালী গ্রামের কৃষকরা। কিন্তু ২২ এপ্রিল রাতে ভাগ ভাগ করে দখল করে নেয়। খাল দখলের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এসে নিজে দাঁড়িয়ে থেকে খালটি উন্মুক্ত করে দেয়।
সহকারী কমিশনের (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, খালটি জনসাধারণের ব্যবহারের জন্য সব সময় মুক্ত থাকবে। কেউ অবৈধভাবে খালটি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুরক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় খালের পাড়ের কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।