পাইকগাছা প্রতিনিধি : "মানুষ মানুষের জন্য” । ভারতে সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পাইকগাছার গদাইপুরে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গদাইপুর ইউনিয়নবাসীর ব্যানারে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে গদাইপুর বাজারে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও পথ সভা টি সমাজ সেবক মোকলেছুর রহমান কাজল এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন, শিক্ষক বাবর আলী গোলদার, হাফেজ বেলাল উদ্দীন, জামসেদ হোসেন মুন্না, মাওলানা বেলাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, কাজী শুভ প্রমুখ । পথ সভায় বক্তারা বলেন, মুসলমানদের ওপর হামলা ও নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।বিশ্ববাসীকে জুলুম বন্ধে রুখে দাঁড়াতে হবে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা মুসলিম উম্মাহর কাছে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহ্বান জানান। এসময় ভারতের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। বিক্ষোভ মিছিল ও পথসভায় গদাইপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।