শ্যামনগর সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহেরা বাজার কমিটির ত্রি—বার্ষিক নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। বেলা ৩টা হতে বেলা ৬টা পর্যন্ত বহেরা বাজার ফতেমা মার্কেট ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার শিক্ষক রবিউল ইসলাম লাকী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে আশরাফুল ইসলাম রাজীব ইলিশ মাছ প্রতীকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলাম দোয়েল পাখি প্রতীকে ৪৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে জয়নাল আবেদীন রানা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওসমান গনি টিউবওয়েল প্রতীকে ৪৩ ভোট পেয়েছেন। এবং কোষাধ্যক্ষ পদে ১ জন প্রার্থী হওয়ায় কামরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন পাইলস্ ডা: হাফিজুল ইসলাম, নির্বাচনে সমগ্র দিক পরিচালনা করেন আহবায়ক ডা: শোকর আলী, সদস্য সচিব ডা: হাফিজুল ইসলাম, সদস্যরা যথাক্রমে মোতালেব, হোমিও ডা: মনির আহমেদ ও হাফিজুল ইসলাম। পোলিং এজেন্ট এর দায়িত্বে ছিলেন আব্দুল কাদের, শরিফুল ইসলাম, মোমিনুর রহমান, শামিম হোসেন ও রাকেশ সরকার। নিরাপত্তার দায়িত্ব পালন করেন, গ্রাম পুলিশ ইব্রাহিম, মজিবার ও মাসুম বিল্লাহ। নির্বাচন পরিদর্শন করেন ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান।