শ্যামনগর: জেলা পুলিশের অভিযানে ২৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪এপ্রিল রাতে পাঠানো জেলা পুলিশের নিয়মিত প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সাতক্ষীরা সদর থানায় ৩জন, কলারোয়া থানায় ২জন, তালা থানায় ১জন, কালিগঞ্জ থানায় ২জন, শ্যামনগর থানায় ৩জন, আশাশুনি থানায় ২জন এবং দেবহাটা থানায় ৯জন এবং পাটকেলঘাটা থানায় ১জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কলারোয়া থানায় ১২পিস ইয়াবাসহ আটক করে তার বিরুদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে। এদের সকলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,