শ্যামনগর : সাতক্ষীরা শ্যামনগর উপজেলার জলবায়ু পরিবর্তনের ইয়ুথ নেটওয়ার্ক ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত। ২৩ এপ্রিল বিকাল ৪টার সময় শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় শহীদ মিনার চত্বরে ১৮-৩৫ বছর বয়সী ইয়ুথদের নিয়ে জলবায়ু পরিবর্তনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়মূলক প্রতিষ্ঠানের ম্যানেজার আম্বিয়া খাতুন, মৃত্তিকার ইয়ুথ লেডার শিমলা রানী, শিমলা রানী, আসমা পারভীন, যশোদা মিস্ত্রি, সুরাইয়া জান্নাত তনু, রিমা রানী,রুম্পা মন্ডল,নবনীতা মন্ডল, জবা রানী, প্রিয়াংকা মিস্ত্রি, মনিকা মন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা ইয়ুথ লেডার শিমলা রানী।