শ্যামনগর সাতক্ষীরা : কালীগঞ্জের দরিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সম্মিলিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় শীর্ষ প্রকল্পে পাঁচ দিন মেয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। ২৩ এপ্রিল বুধবার কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ট্রেনিং প্রদান করেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সনজিৎ কুমার দাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী।উক্ত ট্রেনিং এ কালিগঞ্জ উপজেলা ১২ ইউনিয়ন হতে ৪০ জন বায়োগ্যাস প্লান্টের উদ্যোক্তা ট্রেনিং গ্রহণ করেন। অদূর ভবিষ্যতে দেশের জ্বালানি সাশ্রয় এবং মানুষের বাড়ির আশেপাশে এলোমেলোভাবে বিভিন্ন পড়ে থাকা গরুর গোবর, বয়লার মুরগির বৃষ্ঠা সহ পরিত্যক্ত পচনযোগ্য পদার্থ নির্দিষ্ট প্লান্টের মাধ্যমে বায়োগ্যাস তৈরি করে প্রত্যেকটা পরিবারের গ্যাস সরবরাহ করে নিতে পারে। তাতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে এবং বায়ু দূষণমুক্ত প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য জ্বালানি সাশ্রয় হবে। অন্যদিকে গ্রামগঞ্জে প্রত্যেকটা পরিবারে বিভিন্ন সময়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসহ বড় আকারের মারাত্মক দূর্ঘটনা আমাদের চোখের সামনে ঘটে থাকে সেগুলো থেকে আমরা পরিত্রাণ পাব। বায়োগ্যাস প্লান্টের পরিত্যক্ত পদার্থ জৈব সার হিসেবে ব্যবহার করে কৃষি পণ্য উৎপাদনে বিশেষ ভূমিকা রাখতে পারব। প্রধান অতিথি এবং সভাপতি মূল্যবান বক্তব্যে এসব কথা তুলে ধরেন। বায়োগ্যাস প্লান তৈরির জন্য ট্রেনিং প্রাপ্ত প্রত্যেককে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে স্বল্প ইন্টারেস্টে প্রত্যেক উদ্যোক্তাকে লোন প্রদান করা হবে।