(কালিগঞ্জ) ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রের ব্যস্ততম পুরাতন বাজার নতুন ব্রিজের দক্ষিণ পাশে বোস জুয়েলার্সরের পিছনের দেওয়াল কেটে চোরেরা দোকানের ৮ ভরি সোনা ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে গেছে। দোকানের মালিক অলোক বোস জানিয়েছেন, দোকানের সিসিটিভির ফুটেজে দেখা গেছে গত বুধবার দিন গত রাত ১ টার সময় করোনার পোশাক পড়ে দেওয়াল কেটে ১ জন দোকানের মধ্যে প্রবেশ করে এবং দোকানে থাকা ৮ ভরি সোনা ও নগর ২ লক্ষ টাকা নিয়ে পিছনের কাটা দেওয়াল দিয়ে পালিয়ে যায় । বৃহস্পতিবার সকাল নয়টায় মালিক অলোক বোস দোকান খুলে চুরির ঘটনা দেখতে পায়। ঘটনাটি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তে আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করবেন বলে ভুক্তভোগী সহ উপস্থিত লোকজনদের জানান। কালিগঞ্জ থানা পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আইন-শৃঙ্খলা চরম অবনতি দেখা দিয়েছে। কালিগঞ্জ শহর সহ বিভিন্ন সড়কে এবং গ্রাম গঞ্জের হাট-বাজারে ব্যাপক হারে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, দখলবাজি ও দল বাজি চলছে। এতে সর্বসাধারণের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।