শ্যামনগর সাতক্ষীরা : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। হাজীডাঙ্গা গ্রামের সাবের উদ্দিন সরদারের ছেলে কবিরুল ইসলাম প্রায় ২ বিঘা জমির পুকুরে মাছ চাষ করেন। কবিরুল ইসলাম জানান, পুকুরটি খনন করে আমি কয়েক বছর মাছ চাষ করে আসছি। এবছর পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্প, গøাসকার্প, বøাড কার্প, ভেটকিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে লক্ষ্যাধিক টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের দিন কে বা কারা সামান্য বিষ প্রয়োগ করলে কিছু মাছ মারা যায়। পুনরায় গত ২০ এপ্রিল রাতে বিষ প্রয়োগ করা হলে। এতে অনুমান ৩ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। সোমবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। সকালে পুকুরের ২ টি বিষের বোতল পড়ে থাকতে দেখি। আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শত্রুরা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি জানান।