ডেস্ক রিপোর্ট : ফুলতলা উপজেলার ৭ নং ওয়ার্ডের একটি বাড়ী হতে একটি বিদেশি বন্দুক ও সাতটি ধাঁরালো অস্ত্রসহ শেখ সেলিম (৩৫) নামে একজন গ্রেফতার হয়েছে। সেনা এবং পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ভোর রাতে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আসামি সেলিম ফুলতলা সদর ইউনিয়নের ৪৬৯ নাম্বার হোল্ডিংয়ের বাসিন্দা। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে বুধবার আদালতে আবেদন করা হবে বলে থানার (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানিয়েছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোহাম্মদ তাইফুল ইসলাম পিএসসি (অধিনায়ক ১৭ বীর)এর নেতৃত্বে সেনা ও পুলিশের যৌথ বাহিনি ভোর রাত পৌনে তিন টার দিকে ওই বাড়ীতে অভিযান চালান। তখন একটি বিদেশি এক নলা বন্দুক এবং ধাঁরালো অস্ত্রগুলো উদ্ধার হয়। আসামির বিরুদ্ধে ভূমি দস্যুতা ও প্রতারণার অভিযোগ রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন। যদিও তাৎক্ষনিকভাবে থানা পুলিশ এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন নি।