শ্যামনগর সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা সূত্র।
শনিবার(১৯ এপ্রিল২০২৫) দুপুর ১০টার দিকে উপজেলার ইশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগরের জয়খালী গ্রামের রফিকুল ইসলামের দুই ছেলে আসাদ (২২) ও রিমন (১৪) একটি মোটরসাইকেলযোগে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মুন্সিগঞ্জ গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে আসাদ (২২) অপর একটি মোটরসাইকেলযোগে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ক্লিনিক মোড় এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহতদের মধ্যে কিশোর রিমনের (১৪) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি জয়খালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং শৈলখালী পোস্ট অফিস এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা। তিনি জানান, দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।