নড়াইল প্রতিনিধি: চাকুরী রাজস্বখাতে অন্তুর্ভুক্তকরনের দাবিতে নড়াইলে নকল নবীশদের খুলনা বিভাগীয় আলোচনা ও মতবিনিময় সভা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ খুলনা বিভাগ’র আয়োজনে নড়াইল শহরের বেষ্ট কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মোঃ আলী আকবরের সভাপতিত্বে ও নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ শাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, পদ সৃজনের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাব দ্রুত অনুমোদন এবং প্রস্তাব বিহীন নকল নবীশদেও ব্যাপারে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি মানবিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক রুবেল পারভেজ। এছাড়া নড়াইল জেলা পর্যায়ের শেখ নাজমুজ্জামান সুমন, শিমুল আক্তার, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুদ রানা, আবু বক্কার সিদ্দিক, নাসরিন সুলতানা, মোঃ রবিউল ইসলাম, সোহেল মাহমুদ, মোঃ মনিরুল ইসলাম, পিয়াস সহ অন্যান্য নেতৃৃবৃন্দ বক্তব্য দেন।