তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় প্রচণ্ড গরমের পরে হাঠাৎ স্বস্তির বৃষ্টিতে ধুয়ে যেতে বসেছে কৃষকের স্বপ্ন। তাদের উৎপাদিত কাটা ধান এখন পনিতে ভাষতে শুরু করেছে। প্রকৃতির এই ভয়ানক খেলায় ভূক্তভোগী কৃষকের মাথায় হাত উঠেছে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলায় ১৯ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। চৈত্রের শেষে ও বৈশাখের প্রথমে ধান কাঁটার মৌসুম। অধিকাংশ কৃষক ধান কেটে শুকানো ও আঁটি বাঁধার জন্য মাঠে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার ও শনিবার হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে ধানের জমিতে পানি বেঁধে গেছে। অধিকাংশ ধানের জমিতে এখন পানি থৈ থৈ করছে। প্রতিক্ষার ধান জলকেলি করছে সেখানে।
উপজেলার মহান্দী গ্রামের আরশাদ হোসেন ও হানিফ মল্লিক জানান, ধান চাষ করতে বীজতলা তৈরী থেকে শুরু করে ধাঁন রোপন, পানি সেচ, আগাছা পরিস্কার, সার ও কীটনাশক বাবদ প্রতি বিঘায় খরচ হয় ১১ থেকে ১২ হাজার টাকা। প্রতি বিঘায় উৎপাদন হয় ২০ থেকে ২২ মণ ধান। এখন ধান কাঁটার সময়। গতকাল থেকে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল। এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছি। এখন এই ঋণ কিভাবে শোধ করব ভেবে কুলকিনার পাচ্ছি না।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলাতে ১৯ হাজার ১৫৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখন পর্যন্ত ৪৩% জমিতে ধান কাঁটা হয়েছে। যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে ক্ষতি হলেও ব্যাপক হবে না। তবে যদি বৃষ্টি আরও ২-৩ দিন স্থায়ী হয় তাহলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়ে যাবে।