সিরাজুল ইসলাম, শ্যামনগর: প্রধান বক্তা হিসেবে এক লাখ টাকা নিয়েও ওয়াজ মাহফিলে না আসায় প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামায়ত আলী গাজী বাদি হয়ে সাতক্ষীরা জ্যেষ্ট বিচারিক হাকিম-২য় আদালতে এ প্রতারণার মামলা দায়ের করেন। বিচারক রাফিয়া সুলতানা আগামি ২৫ মে এর মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, শ্যামনগরের নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে গত ৯ ও ১০ এপ্রিল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলার কাহালু উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা এক লাখ ২০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।
এজন্য মামলার বাদি জামাত আলী গাজী নগদে ৮০ হাজার ও বিকাশে ২০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করেন। এরপরও ১০ এপ্রিল ওয়াহ মাহফিলে আসেননি মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা। তার না আসার কারণে ১০ এপ্রিল ক্ষুব্ধ জনতা ওই মাদ্রাসার দুই লাখ টাকার আসবাবপত্র ভাংচুর করে। পরবর্তীতে টাকা ফেরৎ চাইলে বজলুর রশীদ মিঞা খুন জখমের হুমকি দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মাওলানা মুফতি মোঃ বজলুর রশীদ মিঞা বুধবার বিকেল পৌনে ৬টায় এ প্রতিনিধিকে জানান, তিনি অপারেশন জনিত কারণে অসুস্থ্য বলার পরও তাকে জোরপূর্বক প্রধান অতিথি বানানো হয়। তাকে না জানিয়ে ৮ এপ্রিল বিকাশে ২০ হাজার টাকা দেওয়া হয়। তার কাছে নগদ ৮০ হাজার টাকা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।
সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. শেখ আজাহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।