শ্যামনগর : পুকুরে গোসল করতে যেয়ে তৈয়েবুর রহমান ত্বোহা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত তৈয়েবুর রহমান ত্বোহা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মারকা গ্রামের শহিদুল ইসলামের পুত্র। মৃত তৈয়েবুর রহমান তে¦াহার চাচাত ভাই সালাউদ্দীন জানান, ২বছর বয়সের এক কণ্যা সন্তানের জনক তৈয়েবুর রহমান ত্বোহা ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে যায়। গোসল করে আসতে দেরি হওয়ায় খোঁজাখোজির একপর্যায়ে তাকে পুকুরের সানের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক স্ট্রোকে তার মৃত্যু ঘোষনা করেন। তৈয়েবুর রহমান ত্বোহার স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে তার পরিবার জানিয়েছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।