শ্যামনগর : কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাম্পাসে মসজিদ ও গাড়ির গ্যারেজ নির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার বুলবুল কবিরের সভাপতিত্বে সেনেটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহান ও ইপিআই ইন্সপেক্টর শেখ মশিউর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা সময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পি, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার মোঃ জিয়াউর রহমান, উপজেলার সাবেক যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম কালিগঞ্জ উপজেলা সূরা সদস্য মোঃ আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কাজী সোহেল, শ্রমিক নেতা মোঃ সেলিম হোসেন, শেখ আমজাদ হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ রাজু প্রমুখ। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা কালিগঞ্জ হাসপাতালের ক্যাম্পাসে পুরাতন জরাজীর্ণ পাঞ্জেগানা মসজিদের স্থলে নতুন মসজিদ নির্মাণ ও গাড়ির গ্যারেজ নির্মাণের জন্য আলোচনা সভায় উপস্থিত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সাথে সাথে উক্ত অবকাঠামো নির্মাণের জন্য একটা কমিটি নির্মাণের প্রস্তাবে সকল একমত পোষণ করেন। উপস্থিত অতিথিবৃন্দ নতুন মসজিদ নির্মাণের কোদাল হাতে নিয়ে উক্ত কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত আলোচনা ও উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ হাসপাতালে ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, ইপিআই টেকনিশিয়ান, এফ ডবিøউ এ, এফ ডবিøউ ভি,উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।