মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ১৪৩ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল উদদ্ধার করেছে। তবে এ সময় মালের মালিককে আটক করতে পারেনি। মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে মহেশপুরের মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মাঠিলার সীমান্ত এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ ও একই সময় উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় পৃথক ভাবে মামলা হয়েছে বলে জানান মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।