
খোকসা প্রতিনিধি: কুষ্টিয়া- রাজবাড়ী মহাসড়কের খোকসা পাইকপাড়ায় বালি রেখে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোটে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া নামক স্থানে কিছুদিন যাবত আশরাফ আলী (৩২) নামে একজন প্রভাবশালী ব্যক্তি নিজের ঘর মেরামতের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের রাস্তার পাশে বালির স্তূপ জমা রাখে। এতে ওই মহাসড়ক দিয়ে রাজবাড়ী ও কুষ্টিয়ার মধ্যে যান চলাচল বিঘ্ন ঘটে। এতে মোটরসাইকেল ও শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীরা দুর্ঘটনা কবলে পড়ে। স্থানীয়রা খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোহাম্মদ আশরাফ আলী ( ৩১)কে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮ এর (৪) ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করেন । গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সহ সাংবাদিকরা ঘটনা স্থল পরিদর্শন করেন । মহাসড়কের মাঝখান থেকে বালি অপসারণ করায় উপজেলা প্রশাসনের মানবিক কাজের কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে শিমুলিয়ায় মক্তব থেকে কুরআন শিখে বাড়ি ফেরার পথে ঐ একই স্থানে ৪ জন মেয়ে শিশু মাইক্রোর চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায়।