বরিশাল অফিস : ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ কনেস্টবল মো. রুবেল হাওলাদারের বিরুদ্ধে তার স্ত্রী আফরোজা আক্তার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। জানাযায়, বরিশাল মেট্টোপলিটন এলাকার কাউনিয়া থানায় আফরোজা আক্তার (২৫) গত রবিবার অভিযোগ করেন, তার স্বামী রুবেল হাওলাদার পুলিশ কনেস্টবল হিসেবে বরিশাল বিভাগের রাজাপুর থানায় কর্মরত আছেন। তাদের দাম্পত্য জীবনে একটি ৭ বছরের কন্যা সন্তান রয়েছে। তার স্বামী ও তার পরিবার র্দীঘদিন যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। লিখিত অভিযোগে আফরোজা আক্তার উল্লেখ করেন, তার স্বামী রুবেল হাওলাদার (৩১), তার দেবর রাজা হাওলাদার (২৫), শ্বশুর জয়নাল হাওলাদার (৬০), শ্বশুড়ী রহিমা বেগম (৫০), ননদ রিমা (২২), দিনা আক্তার (১৬) এবং ননদ জামাই মামুন মোল্লা (২৬) বিয়ের পর থেকে শারিরীক মানসিক নির্যাতন করে আসছিল। সর্বশেষ গত ১৩ মার্চ চিকিৎসকের কাছে যাওয়াকে কেন্দ্র করে রুবেল ও তার পরিবারের সদস্যরা আফরোজাকে মারধর করে গুরুতর আহত করে। অভিযুক্ত মো. রুবেল হাওলাদার জানান, অভিযোগের বর্ণনা সর্র্ম্পূন মিথ্যা ও বানোয়াট। কাউনিয়া থানার তদন্তকারী অফিসার সুমন কুমার আইচ জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।