শ্যামনগর প্রতিনিধি : দেবহাটার গোপাখালী খালের অধিকার ফিরে পেতে এবং লিজ না দিতে এলাকার সুবিদা বঞ্চিত হতদরিদ্র জনসমাজ খালটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করার দাবীতে গতকাল মানব বন্ধন করেছে। বিকাল ৪টায় খালটি উন্মুক্তের দাবিতে মানববন্ধনে এলাকার খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষরা মহল বিশেষ এবং প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় খাল টি অভিশাপে পরিণত করার চেষ্টা না করার আহবান জানান। এর আগে গত ১০ এপ্রিল খাল উন্মুক্তের দাবিতে গ্রামবাসীরা জেলা প্রশাসকের নিকট আবেদন করেন। উল্লেখ্য, দেবহাটা সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে অবস্থিত গোপাখালী গ্রামটি অসহায়, ছিন্নমূল ও দারিদ্র পরিবারের বসবাস। এখানের ৯০% জনগণ দারিদ্র সীমার নিচে। এই খালের মাধ্যমে অত্র এলাকার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। প্রায় ১৫ বছর ধরে (১৩৭.২৫ একর) জায়গায় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ ভাবে উন্মুক্ত খালকে বন্ধ দেখিয়ে ইজারার মাধ্যমে একনায়কতন্ত্র ভাবে ভোগ দখল করে আসছে। মানব বন্ধন হতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরবর আবেদন করা হয় খালটির বাস্তব অবস্থা পরিদর্শন করার এবং বৃহতৃতর জনগোষ্ঠীর অধিকার সংরক্ষন করার।