সাতক্ষীরা প্রতিনিধ : সাতক্ষীরায় বিএনপির অফিস জ্বালানির মামলায় জজকোর্ট এর উকিল ওকালাত হোসেন পুলিশের হাতে আটক। বুধবার দিবা গত রাতে পলাতক থাকা অবস্থায় সাতক্ষীরার পুলিশ অভিযান চালিয়ে এজহার নামিও আসামিকে আটক করে। তিনি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে থানা সুত্রে জানা যায। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপক কর্মকর্তা শামিনুল হক এ প্রতিবেদককে বলেন ওকালাত হোসেন নামে একজনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে বিএনপির অফিস জালানো সহ একাধিক মামলা আছে তাকে সাতক্ষীরা আদালতে প্রেরনের জন্য প্রস্তুতি চলছে এবং এই মামলায় অন্যান্য আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় হবে। এদিকে সাতক্ষীরা একাধিক গোয়েন্দা সূত্রে জানিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাডভোকেট ওকালত এপিপি র দায়িত্বে ছিলেন সেই সুবাদে বিভিন্ন কায়দায় দলীয় নাম ব্যবহার করে মানুষের কাছ থেকে মামলায় জামিন মামলায় জাম জামিন নামঞ্জুর করার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অল্প দিনে অ্যাডভোকেট ওকালত আঙুল ফুলে কলা গাছ হয়েছে সাতক্ষীরায় পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি করেছে কিনেছে গাড়ি তার আইন পেশার বয়স মাত্র দশ বছর তার গ্রামের বাড়ি শ্যামনগর উপজেলার মুন্সী গাজী ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামে সূত্রটি আরো জানাই চনকুড়ি গ্রামের পশুপতি হত্যা মামলার আসামিদের কাছ থেকে বিভিন্ন সময়ে মামলা স্থগিত মামলা প্রত্যাহার মামলা খারিজ সহ নানা অজুহাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে,। অ্যাডভোকেট ওকালতের ব্যাংক অ্যাকাউন্ট ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলে তাদের সম্পদের পাহাড় বেরিয়ে আসবে