রুপসা প্রতিনিধি: গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের বৃহত্তম নন্দনপুর ও বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ নন্দনপুর এলাকায় শুক্রবার জুম্মাবাদ অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলটি নন্দনপুর খানজাহান আলী মোড় থেকে শুরু করে ভদ্রগাতী, গয়সারগাতি, দক্ষিণ নন্দনপুর এলাকা হয়ে বটতলা মোড় আবু সাঈদ চত্বরে এর শেষ হয়।
আলহাজ্ব শাকিম আহমেদ জমাদ্দার ও শেখ মো:জাহিদুর রহমানের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন
বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ জমাদ্দার, বিএনপি নেতা নাসির ফকির ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন, যুবদল নেতা সেলিম চৌধুরী, নাজমুল ফকির, স্বেচ্ছাসেবক দলনেতা নিয়াম মল্লিক, টুটুল শেখ, ছাত্রদল রাসেল শেখ, আবু বক্কর,কামরুল মোল্লা, মামুন মোড়ল, রিকু হাওলাদার, রনি শেখ, সাইফুল ফকির,আরিফ ফকির, জামাল শেখ, হিরন চৌধুরী,আব্দুল হাই সহ অত্র ওয়ার্ডের ১৩ মসজিদের ইমাম ও খতিব এবং এলাকার মুসাল্লিরা উপস্থিত ছিলেন।