ডেস্ক রিপোর্ট : সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত ৬ জন নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে সুন্দরবনের করকরি নদীর সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা অপহরণ করেছিলেন। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।