ডেস্ক রিপোর্ট : অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারতীয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। বর্ষীয়ান ও নন্দিত শিল্পীদেরও মূল্যায়ন করেন না বলে জানিয়েছেন অভিজিৎ।
১৯৯৯ সালে এ আর রহমানকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয় অভিজিতের। তার একটি অ্যালবামের সুর করেছিলেন রহমান। সেসময় নিজের স্টুডিওর নিচের ঘরে বিখ্যাত সব শিল্পীদের তিন ঘণ্টা ধরে একটা বেঞ্চে বসিয়ে রেখেছিলেন রহমান। অপেক্ষারত সেই শিল্পীদের তালিকায় সেদিন পদ্মভূষণ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্তরাও ছিলেন। এতেই তার ওপর নাখোশ হন অভিজিৎ।
তার কথায়, “দেশের সম্মানীয় সব সুরকার, গায়ক এবং গীতিকারদের নিজস্ব স্টুডিওতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করতেন রহমান এবং প্রায়শই তাদের সঙ্গে দেখাও করতেন না। দেশের তাবড় শিল্পীদের প্রতি রহমানের এহেন শ্রদ্ধার অভাব দেখে হতবাক হয়েছিলাম আমি।”
তিনি আরও বলেন, “রহমান সাহেবের মনে কী যে চলে… আমি তো এরকম ঘটনার সাক্ষীও থেকেছি যেখানে ওর স্টুডিওতে পদ্মভূষণ, পদ্মশ্রীপ্রাপ্ত শিল্পীদেরও নিচের বেঞ্চে বসে থাকতে হয়েছে। তাদের মধ্যে আমাদের বহু সহকর্মী, দক্ষিণী লেখক-পরিচালক অনেকেই রয়েছেন। দুই ঘণ্টা, তিন ঘণ্টা পেরিয়ে গেলেও রহমান নিচে নামেননি। এদিকে এরা সকলে একে অপরের সঙ্গে গল্পে মশগুল। আমি তো ঘড়ি দেখছি বারবার। দেরি হয়ে যাচ্ছে। তবুও সেদিন রহমান নিচে নামলেন না। ওর অ্যাসিস্ট্যান্টের তত্ত্বাবধানে আমি তো গান রেকর্ড করে বেরিয়ে গিয়েছিলাম। এটা সেদিনকার ঘটনা, যেদিন আমি ‘অ্যায় নাজনিন সুনো না’ গানটি রেকর্ড করি। ভাবতে পারছেন, পদ্মশ্রী এবং পদ্মভূষণপ্রাপ্ত শিল্পীদের সম্মানটা কোথায়!”
বলিউডে ঠোঁটকাটা হিসেবে পরিচিত অভিজিৎ। রহমানের আগে সালমান শাহরুখ সালমানকেও খুঁচিয়েছেন।