শরণখোলা : শরণখোলায় নিয়মবহির্ভূত ভাবে বহিস্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির একাংশের বহিস্কৃত নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলন করেছেন। বুধবার সকালে শরণখোলা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল আলম লিটন বলেন, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারী শরণখোলা উপজেলার চারটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চারটি ইউনিয়ন কমিটি গঠিত হয়। ভোটের মাধ্যমে নির্বাচিত খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন শাহজাহান, সাউথখালী ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল আলম লিটন, ধানসাগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন সরদার, ধানসাগর ৮নং ওয়ার্ডের সভাপতি সগির মাঝি, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান এবং আসন্ন উপজেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী বেল্লাল হোসেন মিলনকে অসৎ উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ও নিয়মবহির্ভূতভাবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম লাল ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত গত ৭ এপ্রিল বহিস্কারের নোটিশ দিয়েছেন । আসন্ন উপজেলা বিএনপি সম্মেলনে বর্তমান উপজেলা বিএনপি আহবায়ক ও সদস্য সচিব সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন না জেনে নিয়মবর্হিভূত উক্ত বহিস্কারের নোটিশ দিয়েছেন। এ ঘটনায় দল ক্ষতিগ্রস্থ হবে এবং আগামী নির্বাচনে একটি বিরুপ প্রভাব পড়বে। অবিলম্বে বহিস্কার নোটিশ প্রত্যাহারের জন্য শহিদুল আলম লিটন দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।
এ বিষয়ে.শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত বলেন,যাদের বহিস্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপের অনেক অভিযোগ রয়েছে।