ডেস্ক রিপোর্ট : মাহিন্দ্রা চালক কর্তৃক বাস ড্রাইভারকে মারপিটের ঘটনায় পূর্ব রূপসা বাস স্টান্ড থেকে বাস চলাচল বন্ধ করে আন্দোলনে নামে শ্রমিকরা। ৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এই ধর্মঘট চলে। যার ফলে দূরপাল্লার যাত্রীরা ভোগান্তির শিকার হয়।
বাস শ্রমিকদের দাবি মাহিন্দ্রা শ্রমিকদের অব্যাহত হামলা ও সকল থ্রিহুইলার চলাচল বন্ধ করতে হবে অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। তবে বেলা সোয়া ১২টায় ফকিরহাট ও রূপসা থানা এবং সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সমন্বয়ে মাহেন্দ্র চলাচল বন্ধ এবং বাচ্চুর ওপর হামলার ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের আশ্বাসের প্রেক্ষিতে পুনরায় বাস চলাচল চালু করা হয়। সাধারণ শ্রমিকরা বলেন, সকালে রূপসা থেকে মংলা লোকাল রুটে যাত্রী নিয়ে রওনা হয় চালক বাচ্চু। সে পথিমধ্যে কাটাখালী বাস স্টান্ডে যাত্রী তুলতে গেলে মাহিন্দ্রা শ্রমিকদের বাধার সম্মুখীন হয়। একপর্যায়ে মাহিন্দ্রা শ্রমিকরা বাস ড্রাইভার বাচ্চুকে বেধড়ক মারপিট করে। বাচ্চু মারপিটের শিকার হয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে পৌঁছালে সাধারন শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে তারা মোংলা সরাসরি, মোংলা লোকাল, বাগেরহাট, রামপাল, ভান্ডার কোট রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। পরে শ্রমিকরা হাইওয়ে রোডের কুদির বটতলা মোড়ে সড়ক অবরোধ করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাসহ দক্ষিন অঞ্চলের ২১ জেলার সকল রুটের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে এসব রুটে চলাচল কারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হতে থাকে।
রূপস থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফকিরহাট থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনী, কোস্টগার্ডসহ যৌথ বাহিনী এবং বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে মাহেন্দ্র চলাচল বন্ধ এবং বাচ্চুর ওপর হামলার ঘটনায় যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। বর্তমানে পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ও হাইওয়ের সকল যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।