ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্কাউটস দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে স্কাউট পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস এর কমিশনার তাসনিম আলম মানজার।
স্কাউটস দিবসের এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রোগ্রাম সহকারি ত্রিদ্বীপ সরকার, জেলা স্কাউটস কমিশনার মো. সিরাজুল ইসলাম ও উপজেলা স্কাউটস এর সম্পাদক মো. লুৎফর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিট লিডার প্রভাত কুমার মিস্ত্রী, হরিচাঁদ কুন্ডু, সারমিন আক্তার, মো. ফজলুর রহমান রিপন, মৌসুমী হালদার, পারুল সম্পা তালুকদার ও ফারজানা ইয়াসমিন।
সমাবেশ শেষে কাব স্কাউট, স্কাউট, ইউনিট লিডার ও উপজেলা স্কাউটসের কর্মকর্তাগণ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহন করেন।