তালা প্রতিনিধি : ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৭ এপ্রিল (সোমবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি বের হয়। র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার। এ সময় তালা কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান নয়নসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, নার্সবৃন্দ ও ব্র্যাকের টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মোছাঃ রহিমা খাতুনসহ মাঠ পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।