1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহবাগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে দায়ের করা যৌন হয়রানির মামলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় এই জামিনের আদেশ দেন।
দুপুরের পর মোস্তফা আসিফকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। পরে বিকেলেই মুক্তি পান মোস্তফা আসিফ।
গত বুধবার সন্ধ্যায় মোস্তফা আসিফ অর্ণবকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। হেনস্তার শিকার নারী গতকাল বুধবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং পরে শাহবাগ থানায় মামলা করেন।
মামলায় অভিযোগে বলা হয়, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তিনি ও তাঁর বন্ধু পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেননি কেন, বলে প্রশ্ন করেন। তাঁর ওড়না ঠিক নেই কেন, প্রশ্নসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে তাঁকে যৌনপীড়ন করেন। ভুক্তভোগী ওই ছাত্রী তখন প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনার পরে ওই নারী শিক্ষার্থী তাঁর ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে ঘটনা সবাইকে জানান। বিভিন্ন জায়গায় অভিযোগ করে শাস্তির দাবি করলেও পরদিন থানায় মামলা প্রত্যাহারের লিখিত দরখাস্ত দেন। এ কারণেই মোস্তফা আসিফকে জামিন দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট