ক্রীড়া প্রতিবেদক : খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম ডিএসএ একাডেমী কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ১ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে। উদ্বোধনী দিনে বয়রা তরুন সংঘ ক্রিকেট একাডেমী মোকাবেলা করবে সালাহউদ্দিন ক্লাসিক ক্রিকেট ক্লিনিককে। দিনের অপর খেলায় এভারগ্রীন ক্রিকেট একাডেমী, মোকাবেলা করবে নিউ ক্রিকেট একাডেমীকে ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান এসএম জাকির হোসেন জানান, টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছে। ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে। প্রতিদিন ২টি করে খেলা অনুষ্ঠিত হবে। এতে মোট ৪টি দল অংশ নেবে। প্রথম খেলা সকাল ৯টা থেকে এবং দ্বিতীয় খেলা দুপুর ১টা থেকে শুরু হবে। টুর্নামেন্টের সকল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বয়স নির্ধারণী মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গঠন করা হয়েছে পরিচালনা কমিটি, ডিসিিিপ্লন কমিটিসহ বিভিন্ন উপ কমিটি।
খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. বকতিয়ার রহমান গাজী জানান, টুর্নামেন্টে ১৬টি দলকে ৪টি গ্র“পে ভাগ করা হয়। খেলা আসিসির টি-২০ নিয়ম অনুযায়ী লীগ পদ্ধতীতে সাদা ক্রিকেট বলে অনুষ্ঠিত হবে।
“ক গ্রুপ”-বয়রা তরুন সংঘ ক্রিকেট একাডেমী, খুলনা ক্রিকেট একাডেমী, পাইকগাছা ক্রিকেট একাডেমী, সালাহউদ্দিন ক্লাসিক ক্রিকেট ক্লিনিক।
“খ গ্রুপ”- এভারগ্রীন ক্রিকেট একাডেমী, গলামারী ক্রিকেট একাডেমী, ইয়ং ট্যালেন্ট ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমী।
“গ গ্রুপ”- ক্রিকেট সলুশন, মোহামেডান ক্রিকেট একাডেমী, বেঙ্গল ক্রিকেট একাডেমী, খুলনা আবাহনী ক্রিকেট একাডেমী।
“ঘ গ্রুপ”- লার্ন ক্রিকেট একাডেমী, অগ্রনী ক্রিকেট একাডেমী, জর্জি মেমোরিয়ার ক্রিকেট ক্লিনীক এবং স্কুল অব ক্রিকেট কোচিং অংশ নিবে।