1. news@sangjogprotidin.online : ADMIN : ADMIN ADMIN
  2. info@www.sangjogprotidin.online : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "সংযোগ প্রতিদিন" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ভবনার এ জে এম মঈন উদ্দিনের ইন্তেকাল, সর্বমহলে শোকের ছায়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

মোঃ ফজলুর রহমানঃ
ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক এ জে এম মঈন উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর ভবনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাযা নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।। ভবনা গ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আলেম ওলামা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দলের রাজনীতিবিদসহ সকল স্তরের সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা ছুটে আসে তার জানাযা ও দাফন কাজে শরীক হতে। জানাযা নামাজের পূর্বে নসিহত পেশ করেন ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এবি এম তৈয়েবুর রহমান, জামায়াত নেতা মোফাজ্জেল হায়দার, প্রখ্যাত মুফাচ্ছির মুফতি মুজাহিদুর রহমান ফারাজী, জামায়াত নেতা জনাব আবু দাউদ, মুফতি ফেরদাউস আলম, মুফতি সাইফুল ইসলাম, লখপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ওমর ফারুক,ভবনা দাখিল মাদ্রাসার সুপার এইচ এম আজিজুর রহমান, মরহুমের ছেলে জামায়াতে ইসলামী ভবনা ৮নং ওয়ার্ড আমির মাওঃ আব্দুর রহমান (তাজু), জানাযা নামাজে ইমামতি করেন বাগেরহাটের প্রখ্যাত আলেমে দ্বীন, হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ। তার মৃত্যুতে সর্ব স্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কর্মজীবনে তিনি ভবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মসজিদের ইমাম ও খতিব ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। পারিবারিক জীবনে ১ স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে,আত্মীয়-স্বজন এবং দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের অসংখ্য ছাত্র ছাত্রী, মুসল্লী, গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা পূর্ব নসিহাতে ভবনার বিশিষ্ট আলেম, প্রখ্যাত মুহাদ্দিস ও মুফাচ্ছির মরহুমের নিকটাত্মীয় মুফতি মুজাহিদুর রহমান ফারাজী বলেন,এ পৃথিবী ক্ষণস্থায়ী, সকলকে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, এজন্য সকল কে আল্লাহ তায়ালার হুকুম ও রাসূলুল্লাহ (সঃ) এর সুন্নাত- আদর্শ মোতাবেক ব্যক্তি জীবন, পরিবার ও সমাজ পরিচালনার আহ্বান জানান। জামায়াত নেতা মোফাজ্জেল হায়দার বলেন মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কুরআন সুন্নাহ পরিপন্থী প্রচলিত বিভিন্ন প্রকার মিলাদ, দোয়া পরিহার করে ইসলামী বিধান মোতাবেক সব কিছুই করতে হবে। মরহুমের ছেলে মাওঃ আব্দুর রহমান তাজু বলেন- তিনি আমাদের মাঝে আর ফিরে আসবে না। তার দীর্ঘ জীবনের চলার পথে কথা – বার্তায়, আচার-আচরণে কোন প্রকার কষ্ট পেয়ে থাকলে সকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সংযোগ প্রতিদিন
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট