মানছুর রহমান জাহিদ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের স্ত্রী সাবিনা খাতুনের জানাজা নামাজ পুরাইকাটি গ্রামস্থ বিত্তি গোপালপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় এ জামায়াত অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক, কপিলনুনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা শাহাদাত হোসেন ডাবলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর কাউন্সিলর বিএনপি নেতা কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, শেখ বেনজির আহম্মেদ লাল, বিএনপি নেতা বাবর আলী গোলদার, এড: সাইফুল ইসলাম, সাজ্জাদ আহম্মেদ মানিক, জামায়ত নেতা এসএম আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী জুনাইয়েদুর রহমান, বিএনপি নেতা বুলবুল আহমেদ, আব্দুস সালাম, মিনারুল ইসলাম, সুমন গাজী, শাহিনসহ প্রমুখ।
উল্লেখ্য: সোমবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।