খুলনা মহানগরীতে বিদ্যমান অবৈধ বিলবোর্ড, প্যানা, পোস্টার ইত্যাদি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। মহানগরীর সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।
অভিযানকালে আজ মঙ্গলবার দিনব্যাপী নগরীর মোস্তা গাউসুল হক (সাউথ সেন্ট্রাল) সড়ক, আহসান আহমেদ রোড, যশোর রোড ও খানজাহান আলী রোডের আংশিক এলাকার সকল অবৈধ প্যানা, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করা হয়েছে।
অননুমোদিত বিলবোর্ড ও প্যানা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য কেসিসি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে এবং পরবর্তীতে অনুমতি ব্যতীত বিলবোর্ড, প্যানা, পোস্টার ইত্যাদি টানানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নগরীর যানজট নিরসনে শীঘ্রই মহানগরীতে লাইসেন্সবিহীন ও বহিরাগত ইজিবাইক চলাচলের বিরুদ্ধে আটক অভিযান পরিচালিত হবে।
জনস্বার্থে কেসিসি’র এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।